Categories
জেলার খবর

শুরু হল সিপিআইএমের উত্তরদিনাজপুর জেলা সম্মেলন

ওয়েবডেস্ক: আজ থেকে শুরু হল সিপিআইএমের উত্তরদিনাজপুর জেলা সম্মেলন ।এই জেলা সম্মেলন এবার পদার্পণ করল ২৩ তম বর্ষে। এই উপলক্ষে রায়গঞ্জের স্থানীয় শিলিগুড়ি মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় ছন্দম মঞ্চে।
আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী চলবে এই ২৩ তম জেলা সম্মেলন।

এদিনের পদযাত্রার প্রারম্ভে লোকনৃত্য ও গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে উত্তরবঙ্গের সংস্কৃতিকে। এই পদযাত্রায় ছিলেন সিপিআইএমের পলিটব্যুরো নেতা মহম্মদ সেলিম , রাজ্য নেতা পলাশ দাস। এছাড়াও এই পদযাত্রায় অংশ নেন উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল সহ সিপিআইএমের কর্মী এবং সমর্থকবৃন্দ ।

177

Leave a Reply Cancel reply