ওয়েবডেস্কঃ শ্রমিকদের সুবিধার্থে বেশ কয়েক দফা দাবি নিয়ে গেট সভা করল এলআইসি কর্মীরা। আজ এলআইসি অরগানাইজেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই গেট সভা করা হয় রায়গঞ্জের এলআইসি অফিসে। এলআইসি এজেন্ট , পলিসিহোল্ডার্স সহ সমস্ত রকম গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন দাবি নিয়ে আজকের এই সভা বলে জানালেন এলআইসি অপেরেশন অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি এরিয়া প্রেসিডেন্ট বিপ্লব সেনগুপ্ত।
আগামী ২৩ ও ২৪ শে ফেব্রুয়ারি বেসরকারিকরণ, বিলগ্নীকরণ , শ্রম কোড বাতিলসহ শ্রমিকদের সুবিধার্থে সি আই টি ইউ এর নেতৃত্বে একটি সর্বভারতীয় ধর্মঘট এর আয়োজন করা হচ্ছে বলেও জানালেন তিনি।