নিজের ব্যাংকের এটিএম থেকে লেনদেনের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম পাঁচবার কোনও খরচ লাগে না। অন্য ব্যাংকের ক্ষেত্রে সেই সীমা মেট্রো শহরের ক্ষেত্রে ৩ ও অন্যত্র ৫। এক্ষেত্রে লেনদেন বলতে কেবল টাকা তোলাই বোঝায় না। টাকা জমা বা অন্যান্য পরিষেবা সংক্রান্ত লেনদেনও হতে পারে। এতদিন এই নির্দিষ্ট সীমা পেরলেই দিতে হত প্রতি লেনদেনে ২০ টাকা। এবার সেই খরচ ১ টাকা বেড়ে হতে চলেছে ২১ টাকা। সেই সঙ্গে যুক্ত হচ্ছে জিএসটি। শেষ বার এই চার্জ বাড়ানো হয়েছিল ২০১৪ সালের আগস্টে। প্রায় ৭ বছর পরে অবশেষে সেই খরচ বাড়াচ্ছে RBI।
- পাঁচ বছরের কারাবাস ১০১ বছরের নাৎসী গার্ডের
- বৃষ্টির জলে নাজেহাল এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ ইসলামপুরে
পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের বাড়তে থাকা দামের ধাক্কায় এমনিতেই আমজনতার নাভিশ্বাস ওঠার জোগাড়। এবার বাড়ছে এটিএম (ATM) থেকে টাকা তোলার খরচও। গত জুনেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) তরফে ব্য়াংকগুলিকে এব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন নিয়ম লাগু হচ্ছে হচ্ছে নতুন বছরের শুরু অর্থাৎ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে।