Categories
জেলা

ইসলামপুরে পালিত হল বিশ্ব এইচআইভি দিবস

ওয়েবডেস্কঃ UDSP এবং CINI সংস্থার পক্ষ থেকে ইসলামপুর বাস টার্মিনাসে বিশ্ব এইচআইভি দিবস পালন হল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি কৌশিক গুন সহ ইসলামপুর ARD বিভাগের মেডিকেল অফিসার এবং আরো অন্যান্য বিশিষ্ট চিকিৎসকগন । ডিএসপি এবং সিনির পরিচালিত অনুষ্ঠানের মূল বিষয় ছিল এইচআইভি সচেতনতা ।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ইসলামপুরের বহু মানুষ।

62

Leave a Reply Cancel reply