Categories
জেলা

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ লাইনের নবনির্মিত দ্বার উদ্বোধন করলেন পুলিশ সুপার শচীন মক্কর

ওয়েবডেস্কঃ ইসলামপুর পুলিশ জেলার পুলিশ লাইনের নবনির্মিত দার উদ্বোধন করলেন পুলিশ সুপার শচীন মক্কর। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল সহ ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন ডিএসপি ও পুলিশ আধিকারিকরা। এই দ্বার উদ্বোধন উপলক্ষে পুলিশ সুপার শচীন মক্কর বলেন ইসলামপুর থানার এক অংশ পুলিশ জেলার পুলিশ লাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে।সেই মতই আজ একটি নবনির্মিত গেট উদ্বোধন করা হলো। এদিন পুলিশ সুপার আরো বলেন, থানার পুলিশ ফোর্স এবং অতিরিক্ত যে পুলিশ বাহিনী সেটি এই পুলিশ লাইনে থাকে। সে মত প্রায় ২০০ পুলিশ ফোর্স থাকার মতন ব্যবস্থা এই পুলিশ লাইনে করা হয়েছে ইতি মধ্যেই। সেখানে পুলিশ জওয়ানদের থাকা-খাওয়ার একাধিক সুবিধা রয়েছে।

35

Leave a Reply