Categories
জেলা

করনদিঘীতে মা ও শিশুদের নিয়ে উদযাপিত হলো বিশ্ব শৌচাগার দিবস


ওয়েবডেস্কঃ ১৯ নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস উদযাপন উপলক্ষে সমসপুর হেল্থ এওয়ারনেস সোসাইটির উদ্যোগে ও করনদিঘী পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রসাখোয়া-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় মা ও শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো এক সচেতনতা শিবির। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সমাজসেবীরা এদিনের সচেতনতা শিবিরে স্বাস্থবিধি ও শৌচাগারের প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাস্ক, স্যানিটাইজার এবং শিশুদের খাতা-কলম প্রদান করা হয়। এছাড়াও এদিন শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগীতার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোজাফ্ফর হোসেন, সামসুদ আলী, আবীর আলম ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং সংস্থার কর্মকর্তা মোঃ হালিম, হায়দার আলী সহ অন্যান্যরা।

78

Leave a Reply