Categories
জেলা

সতীদাহ প্রথার মতো এবার ডাইনি প্রথা নামক কুসংস্কারের বিরুদ্ধে পথে নামলো আদিবাসী সেঙ্গেল অভিযান

ওয়েবডেস্কঃ সতীদাহ প্রথার মতো এবার আদিবাসী সমাজে ডাইনি প্রথা নামক কুসংস্কারের বিরুদ্ধে জনআন্দোলন গড়তে প্রশাসনের দ্বারস্থ হলেন আদিবাসী সেঙ্গেল অভিযান। জন জাগরণ ও আদিবাসী জনবসতি এলাকায় স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটানো সহ মোট ৫ দফা দাবিতে
বুধবার সংগঠনের চোপড়া ব্লক কমিটির উদ্যোগে বিডিও অফিসে স্মারকলিপি দেওয়া হল।আদিবাসী সেঙ্গেল অভিযান এর চোপড়া ব্লক কমিটির সভাপতি সরকার মুর্মু জানিয়েছেন, আদিবাসী সমাজের ডাইনি নামক কুসংস্কারের উচ্ছেদ করতে এদিন চোপড়ার বিডিও কে স্মারকলিপি জমা দেওয়া হল।তার কপি চোপড়া থানার আইসি,পঞ্চায়েত সমিতির সভাপতি ও এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানদেরকে ও দেওয়া হয়েছে।

57

Leave a Reply Cancel reply