ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ নিয়ে শেষ হলো সাংসদ ও ক্রিপ্টো প্রতিনিধিদের বৈঠক। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মারফত খবর পাওয়া গেছে যে এ ব্যাপারে সকল সাংসদ সহমত যে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নিষেধাজ্ঞার পরিবর্তে ক্রিপ্টোকারেন্সিতে নিয়ন্ত্রণ প্রয়োজন।
বৈঠকে অংশগ্রহণ করে WazirX, Coinswitch Kuber and CoinDCX Blockchain and Crypto Assets Council -এর প্রতিনিধিরা এবং বৈঠকের সভাপতিত্ব করেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা। সূত্র মারফত খবর যে সরকার বাজেট পেশ করবার আগেই সংসদে বাজেট অধিবেশনেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে এটা কিছু সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে। ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি সিদ্ধান্ত ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতবর্ষে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীর সংখ্যা ১০০ মিলিয়ন। দেশে প্রথম ক্রিপ্টোকারেন্সি চালু করেছে CoinDCX যার মূল্য পৌঁছেছে 1.1 বিলিয়ন ডলারে। সরকারেরএই সিদ্ধান্তে নতুন জোয়ার আসতে চলেছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে।