অন্তঃসত্ত্বাকে হাসপাতালে যাওয়ার পথে টোটো উলটে জখম হলেন গৃহবধূ সহ তিনজন । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিল্পী নগর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে। জখমরা হলেন টফি দেবনাথ, কল্পনা দেবনাথ এবং পূর্ণ মজুমদার।
জখমরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনায় জখম অন্তঃসত্ত্বা টফি দেবনাথের চিকিৎসায় তিন চিকিৎসকের একটি টিম গঠন করা হয়েছে।
জানা গিয়েছে, জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোটি একটি সাইকেলে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনায় পুলিশ টোটো চালকের খোঁজ শুরু করেছে।