চার তরুণীকে একসঙ্গে বাড়িতে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন প্রেমিক।একইসঙ্গে চার তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক ফাঁস হয়ে যেতেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক।
মাথাভাঙা এক নম্বর ব্লকের জোড়পাটকি পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামের বাসিন্দা শুভময় কর। তিনি পেশায় স্থানীয় একটি ওষুধের দোকানের কর্মী। স্থানীয় সূত্রে খবর, একসঙ্গে চার তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন এই শুভময়। এত দিন নির্বিঘ্নেই চলছিল সবকিছু। কিন্তু শুভময়ের কীর্তিকলাপ জানতে পেরে রবিবার বিকালে একসঙ্গে চার তরুণীই তাঁর বাড়িতে পৌঁছে যান। তাঁদের মধ্যে দু’জন ঘোকসাডাঙার বাসিন্দা, এক জন ভাউরথানা এলাকার এবং আর এক জন গোলকগঞ্জের বাসিন্দা। চার তরুণীকে একসঙ্গে বাড়িতে দেখে শুভময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।
- সাইবার প্রতারণার শিকার অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়, খোয়ালেন আড়াই লক্ষ টাকা।
- চরম মূল্যবৃদ্ধির ফলে সেন্টার চালাতে অপারগ ICDS কর্মীরা একাধিক দাবিতে ডেপুটেশন দিলেন সিডিপিওকে
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী জোড়পাটকি পঞ্চায়েতের প্রধান কমলকুমার অধিকারী বলেন, ‘‘চার তরুণীকে শুভময়ের বাড়িতে দেখে আমরা প্রাথমিক ভাবে বিষয়টি বুঝে উঠতে পারছিলাম না। ঘটনাস্থলে গিয়ে দেখি ওই চার তরুণীর সঙ্গে শুভময়ের অশান্তি শুরু হয়েছে। শুভময় ওদের শান্ত করার চেষ্টা করছিল। তার পর আচমকাই ঘরে ঢুকে ও বিষ পান করে। ওকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই চার তরুণীকেও বুঝিয়েসুজিয়ে বাড়ি পাঠানো হয়।’’