Categories
রায়গঞ্জ

স্কলারশিপের টাকা দ্রুত প্রদানের দাবীতে DM কে ডেপুটেশন

ওয়েবডেস্কঃ ২০২০-২১ এর স্কলারশিপ এর টাকা দ্রুত প্রদানের দাবীতে আজ ৯ নভেম্বর ইউনাইটেড স্টুডেন্ট ফর স্কলারশিপ (USFS) এর পক্ষ থেকে DM কে টেপুটেশন দেওয়া হয়। তিনি আমাদের প্রতিশ্রুতি দেন সমস্যার সমাধানের।ডেপুটেশন নেতৃত্ব দেন USFS এর উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব মেবাস্বরা খাতুন এবং উপস্থিত ছিলেন জেলার অন্যান্য সদস্যবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা নেতৃত্ব মোবাস্বরা খাতুন।

62

Leave a Reply