Categories
জেলা

করণদিঘীতে ছট পুজো উপলক্ষে সামগ্রী প্রদান

ওয়েবডেস্কঃ শারদীয় দূর্গোৎসবের পরেই পালিত হয় কালীপুজা। এরপরে জাতি ধর্ম নির্বিশেষে ছট পুজো শামিল হয় করনদিঘী শহর ও গ্ৰামগঞ্জের লোকজন। রবিবার করণদিঘী বিধায়ক গৌতম পালের উদ্যোগে ছট পুজার উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় পুজোর সামগ্রী। আসন্ন ছট পুজোর উপলক্ষে করণদিঘীত ধুমধামের সাথে পূজিত হয় সূর্য দেবতা। সেই উপলক্ষে নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে সকলে এই দিনের অপেক্ষা করে বছর ধরে।

72

Leave a Reply Cancel reply