
ওয়েবডেস্কঃ দেশে করোনা সংক্রমণ কমছে, কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও, কিন্তু উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড ১৯শে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৬ জনের। গতকালের চেয়েও যা সংখ্যায় বেশি। কোভিডে মৃত্যুর হার বৃদ্ধি রিতিমত চিন্তায় ফেলেছে চিকিৎসা বিজ্ঞানীদের। মৃত্যুর হার বৃদ্ধির সঠিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না বলেই মনে করা হচ্ছে।
COVID19 | India reports 10,853 new cases, 526 deaths and 12,432 recoveries in the last 24 hours; Active caseload at 1,44,845
— ANI (@ANI) November 7, 2021
Total vaccination: 1,08,21,66,365 pic.twitter.com/AyCgodvACu
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৮৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য হলেও কম। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৪৩ লক্ষ ৫৫ হাজার। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭৯১ জন।