Categories
জেলা

মন্ডপের কাজে যুক্ত দুজন শ্রমিককে দিয়েই উদ্বোধন হল বয়েস ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান

ওয়েবডেস্ক,ইসলামপুরঃ বর্তমান সময়ে যখন বিভিন্ন ক্লাব গুলোতে পুজোর সময় ভি আই পি দের ভিড়ের মাঝে ক্লাব গুলো নিজস্বতা হারাচ্ছে, এক রকম দখল দারির রাজনীতি চলছে, তখন ইসলামপুর শহরের দুর্গানগর বয়েস ক্লাব দৃষ্টান্ত স্থাপন করলো। তাঁরা কালীপূজা উপলক্ষে তাদের ক্লাব এর সংস্কৃতি অনুষ্ঠান এর উদ্ভোধন করেন এমন দুজন শ্রমিক কে দিয়ে। যারা তাদের ক্লাব এর প্যান্ডেলে এর কাজের সাথে যুক্ত ছিলেন। ক্লাব সভাপতি ছোটন শর্মা জানান যে,যাদের অক্লান্ত পরিশ্রম এর দ্বারা মানুষ এই পুজো উপভোগ করেন, তাদের সন্মান জানানো সবার কর্তব্য। তাই এই উদ্যোগ।

149

Leave a Reply