Categories
জেলা

কালীপূজার মেলায় জুয়ার আসরে করনদিঘী থানার পুলিশের অভিযান

ওয়েবডেস্কঃ কালীপূজার মেলায় জুয়ার আসরে পুলিশের অভিযান । উদ্ধার করা হল প্রচুর জুয়া খেলার সামগ্রী ও টাকা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের মাছোল মা সোহাগী কালী পূজোর মেলায় জুয়ার আসরে অভিযান চালায় পুলিশের দল। করণদিঘী থানার পুলিশ কালীপুজায় জুয়া খেলা বন্ধ করার বিজ্ঞপ্তি দেওয়ার পরেও খোলাখুলি ভাবেই পূজার মেলায় জুয়া খেলার আসর বসে।এদিন মেলায় পুলিশের অভিযানে করণদিঘী পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কোনোরকম জুয়া খেলার আসর বসলেই অভিযান আবার হবে ও সাথে সাথে এর সাথে যুক্তদের আটক করা হবে।

57

Leave a Reply Cancel reply