Categories
আশেপাশের খবর

দীপাবলির রাতে শিলিগুড়িতে ভয়াবহ আগ্নিকান্ড

ওয়েবডেস্কঃ দীপাবলি উপলক্ষে গোটা দেশে যখন আলোর উৎসব পালন হচ্ছে ঠিক তখনই জংশন স্টেশনের সামনে আগুনের জেরে ভষ্মিভূত হল চারটি দোকান। ঘটনার খবর পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে আগুনের তীব্রতা এতই ছিল দুটো ছড়িয়ে পড়ে চারটি দোকানে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পরপর থাকা দুটি হোটেল, চায়ের দোকান ও সেলুন দোকান। তবে একটি হোটেলে থাকা কর্মচারীর আগুনের জেরে মৃত্যু হয়। জানাযায় কর্মচারী রাম বাবু বিহারের বাসিন্দা। স্থানীয়দের অনুমান দীপাবলির দিন প্রদীপের আগুন থেকে আগুন লাগতে পারে।

42

Leave a Reply