স্রোতস্বিনী
আমার বুকেই তুমি
স্নান করো স্রোতস্বিনী।
আমার দুকূল ছাপানো
জলের স্পর্শে তুমি
শীতল হও,
শিহরণ লাগে আমার
দেহে–মনে!!
স্রোতস্বিনী,
তারপর একদিন স্নান সারা হলে
তুমি ফিরে যাও।
তোমার উষ্ণতার স্পর্শ
শরীরে মেখে আমি
মিশে যাই মোহনার দিকে।
আমার বুকেই তুমি
স্নান করো স্রোতস্বিনী।
আমার দুকূল ছাপানো
জলের স্পর্শে তুমি
শীতল হও,
শিহরণ লাগে আমার
দেহে–মনে!!
স্রোতস্বিনী,
তারপর একদিন স্নান সারা হলে
তুমি ফিরে যাও।
তোমার উষ্ণতার স্পর্শ
শরীরে মেখে আমি
মিশে যাই মোহনার দিকে।