Categories
জেলা

MLA করিম চৌধুরির নেতৃত্বে ইসলামপুরকে পৃথক জেলা করার দাবিতে আন্দোলনে নামতে চলেছে TMC

ওয়েবডেস্কঃ

ইসলামপুর মহকুমা ৬৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে ইসলামপুর বিবেকানন্দ হল ঘরে একটি সংক্ষিপ্ত আলোচনার সভার আয়োজন করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন বঙ্গরত্ন পার্থ সেন, বিধায়ক আব্দুল করিম চৌধুরী,পুরসভার প্রশাসক মানিক দত্ত, বিশিষ্ট সমাজকর্মী কানাইয়ালাল আগরওয়াল এবং মহকুমা শাসক সপ্তর্ষি নাগ সহ অন্যান্যরা।


ইসলামপুর বিধায়ক আব্দুল করিম চৌধুরী এই সভাতে উপস্থিত হয়ে ইসলামপুরকে জেলার করার দাবিতে ১ জানুয়ারি মহকুমা শাসকের দপ্তরে একটি ডেপুটেশন দেবেন সাংবাদিকদের জানান ।তিনি আরও জানান, কয়েক হাজার কর্মী সমর্থক, নেতা, পৌরসভার চেয়ারম্যান সহ সকলেই এই ডেপুটেশনে উপস্থিত থাকবেন।

75

Leave a Reply