শ্যামলী সেনগুপ্ত
অভ্যাস করে ফেলেছি
কথামতোই চলব।
তাহলে ওই কথাই রইল-
বলে চলে যাওয়ার পর
অনেক জল বয়ে গেছে
ভারতের নদীনালা দিয়ে।
সকালে কাগজ আর
সন্ধ্যার বানানো মঞ্চে
খবরের ঝুলি খোলা হয়
যে জানে সে সবটাই জানে,
শুধু মূত্যু কোনও
তেমন খবর নয়
দরদাম বেড়ে গেলে
দলে দলে দলবদলে,
এসব খবরাখবর
সকালের চায়ের অনুপান
কেমন আছে কে কে
আছেন বা নেই,
সেসব অঙ্ক
সুদকষা ,বিন্যাস এবং সমাবেশ
সমাধান হলে ভাল না হলে
ভাল বানানো যায়।
মোটকথা,ভাল হতেই হবে
যেভাবেই হোক
মন্ত্রপূতঃ জল
অথবা ডাণ্ডা-বেড়ি।
মুখোমুখি মুখঝামটানো
আঙুল তুলে তুলে কথার ফোয়ারা
জন দেখে,ভাবে,সুখী হয়
পর্দার আড়াল হলে এ ওর সিগারেটে ধরায় আগুন।
গণতন্ত্রের বোকা বোড়ের দল
বুঝেও বোঝে না কত হিসেবনিকেশ
সব কালো শাদা চোখে দেখে
যেমন ঢোকানো হয় মগজে তাহার,
অভ্যাসের দাসবৃত্তি করি
সকলই ইচ্ছা তাঁহার
যেমন চালাতে চায়
প্রতিবাদ প্রতিরোধ শেষে চায়ের গেলাস ঠোঁটে
অক্ষরে অক্ষরে মেনে চলি।
***