Categories
খেলা

আইপিএলের দুই নতুন দল কিনলো গোয়েঙ্কা গ্রুপ ও সিভিসি ক্যাপিটালস

ওয়েবডেস্কঃ আইএসএলের পর আইপিএলেও এবার সঞ্জীব গোয়েঙ্কা! ২০২২র আইপিএলে খেলবে নতুন দুই দল লখনউ ও আহমেদাবাদ।

সোমবার প্রায় পাঁচ ঘন্টার বিডিং শেষে প্রায় ৭০০০ হাজার কোটি টাকার বিডে লখনউ নিলেন সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ । পাশাপাশি, ৫১৬৬ কোটি টাকার বিডে আহমেদাবাদ নিল সিভিসি ক্যাপিটালস।

সোমবার দুবাইয়ের এক পাঁচতারা হোটেলে দুটো দল নেওয়ার জন্য বিডিংয়ে অংশগ্রহন করছিল প্রায় ১০টি সংস্থা। যাদের মধ্যে সবচেয়ে বেশি নজর ছিল গোয়েঙ্কা, আদানি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কর্ণধার গ্লেজার পরিবারের দিকে।

মোট ছটি শহরের মধ্যে থেকে দুটো দল বেছে নিতে হত এদিন সংস্থাগুলোকে। অবশেষে আইপিএলের মঞ্চে পাকাপাকি জায়গা করে নিলেন এটিকে-মোহনবাগানের অন্যতম কর্ণধার।

34

Leave a Reply