Categories
শিক্ষা

অনলাইন নয়, অফলাইনেই হবে ICSE-ISC এর প্রথম সেমিস্টার জানালো CISCE

ওয়েবডেস্কঃ অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলো সিআইএসসিই। এবার আইসিএসই এবং আইএসসির প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে অফলাইনেই। পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দিতে পারবে বলে জানালো বোর্ড।

পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর থেকে এবং শেষ হবে ২০ ডিসেম্বর। অন্যদিকে, আইসিএসইর প্রথম সেমেস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৯ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

যথাযথ ডিভাইসের অভাব, নিরবিচ্ছিন্ন বিদ্যুত পরিষেবার অভাব এবং পরীক্ষার সময় নেটওয়ার্কের সমস্যা। এইসব নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক এবং স্কুলের প্রধান শিক্ষকদের একটি বড় অংশের থেকে সমস্যার কথা উঠে আসে। এই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সিআইএসসিই।

58

Leave a Reply