Categories
খেলা

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জয় অংশু মালিকের!

ওয়েবডেস্কঃ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে গর্বিত করলেন ২০ বছর বয়সি অংশু মালিক । ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে এই ইভেন্ট থেকে রুপো জিতলেন অংশু। বৃহস্পতিবার নরওয়ের ওসলোতে অনুষ্ঠিত ৫৭ কেজির ফাইনালে অংশু হেরে গেলেন ২০১৬ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন লুসি মারৌলির কাছে।

সেমিফাইনালে অংশু ৫৭ কেজি বিভাগে জুনিয়র ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সোলোমিয়া উইঙ্ককে পরাস্ত করে ফাইনালে উঠেছিলেন অংশু। এর আগে ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার এই টুর্নামেন্টে সোনার পদক জয় করেছিলেন।

একটা সময় অংশু ১-০ ব্যবধানে এগিয়ে গেলেও অবশেষে মারৌলির সামনে ১-৪ ব্যবধানে তাঁকে পরাজয় স্বীকার করতে হয়।

81

Leave a Reply Cancel reply