ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্ম দিবস উপলক্ষে সেবা ও সমর্পণ অভিযানে নামলো ইসলামপুর শহর মন্ডলের ভারতীয় জনতা যুব মোর্চা। বুধবার যুব মোর্চার পক্ষ থেকে নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ইসলামপুর ১৬ নাম্বার ওয়ার্ডের সুপার স্পেশালিটি হাসপাতাল এর পিছনে রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, সহ সভাপতি সুরজিৎ সেন, জেলা সম্পাদক প্রবীর দাস, টাউন মন্ডলের যুব সভাপতি জয় দত্ত সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।