ওয়েবডেস্কঃ শেষ পর্যন্ত সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই ২০১৯ সাল থেকে পরপর কংগ্রেসের একাধিক পদ ছেড়েছেন তিনি। সেই কারণেই এ নিয়ে জল্পনা কার্যত তুঙ্গে।
টুইট করে প্রণব কন্যা লিখেছেন, “অনেক ধন্যবাদ। তবে আর রাজনীতিবিদ নয়। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। তবে কংগ্রেসের প্রাথমিক সদস্য হিসাবে থেকে যাব। তবে সক্রিয় রাজনীতি আমার জন্য নয়। একজন অন্য পথেও জাতির সেবা করতে পারেন।”
মাস খানেক আগেই তাঁর দাদা অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। তবে কি এবার তাঁর পালা! এই প্রশ্নও ঘুরছে বিভিন্ন রাজনৈতিক মহলে।
অবশ্য সেই জল্পনার সমাধান করে শর্মিষ্ঠা জানিয়েছেন, “এই সিদ্ধান্তে আসবেন না যে আমি অন্য দলে যোগ দিচ্ছি।”
এদিকে প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের সভায় যাওয়া নিয়ে খোঁচা দিয়েছেন এক নেটনাগরিক। তার পালটা লিখেছেন শর্মিষ্ঠা, প্রণব মুখোপাধ্যায় নন, দেশের মানুষই একজন আরএসএস প্রচারককে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়েছিলেন। প্রণব মুখোপাধ্যায় আলোচনায় বিশ্বাস করতেন যেটাকে গণতন্ত্রের মেরুদণ্ড বলা হয়।