Categories
জেলা

হাইকোর্টের নির্দেশে ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ১নং গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান হলেন সেলিনা পারভিন

ওয়েবডেস্কঃ কোলকাতা হাইকোর্টের নির্দেশে ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান হলেন সেলিনা পারভিন।। উল্লেখ গত ৮ সেপ্টেম্বরের প্রধানের বিরুদ্ধে তলবি সভা ডেকে ছিলেন ব্লক প্রশাসন। বুধবার পন্ডিতপোতা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন সেলিনা পারভিন। পন্ডিতপোতা ১ গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১১। উল্লেখ ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৬ টি, ও নির্দল ৫ আসন পায়। নির্দল থেকে এক সদস্য কে নিয়ে প্রধান গঠন করে তৃণমূল কংগ্রেস। নির্দল থেকে সনজিদা নাজকে প্রধান করা হয়। আজ হাই কোর্টের নির্দেশে সনজিদা নাজকে সরিয়ে নতুন প্রধান করা হল সেলিনা পারভীনকে। আট জন সদস্যের সমর্থনে আজ প্রধান হলেন তিনি।

127

Leave a Reply Cancel reply