Categories
আশেপাশের খবর

নিজের ঠাকুমার হাতেই খুন নাতি!!

ওয়েবডেস্কঃ এক শিশু মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। নিজের ঠাকুমাই খুন করল তার বছর তিনেকের ছোট্ট নাতিকে। ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জ শহরের খাগড়া এয়ার স্ট্রিপের পাশের মাছমারা মহল্লায়।

তনজিম খান নামে ওই এলাকারই এক শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। মৃত শিশুর মায়ের অভিযোগ , “শাশুড়ি কালা জাদু জানতেন। এর জন্যে সন্তানকে খুন করে পুকুরে ভাসিয়ে দেন শাশুড়ি।”

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান কিশনগঞ্জের পুলিশ সুপার কুমার আশিস।অভিযোগের ভিত্তিতে মৃত শিশুর ঠাকুমা আফসানা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃতকে কিশনগঞ্জ আদালতে পেশ করা হলে তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

27

Leave a Reply