Categories
crime

বাড়ির সামনে ধান ক্ষেত থেকে উদ্ধার গৃহবধূর মৃতদেহ

ওয়েবডেস্কঃ শনিবার বাড়ির সামনে ধান ক্ষেত থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার কানকি গ্রাম পঞ্চায়েতের চৌঘরিয়া এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম রোজিনা বানু।

স্থানীয়রা জানান সকালে চৌঘরিয়া এলাকার কিছু শ্রমিক ধান খেতে কাজ করতে যাবার সময় ওই মহিলার দেহ ধানের খেতে পড়ে থাকতে দেখেন। এরপরই তারা খবর দেন পুলিশে।

মহিলার এই রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় কানকি ফাঁড়ির পুলিশ। চাকুলিয়া থানার পুলিশ জানান ,” দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়।”

39

Leave a Reply