ওয়েবডেস্কঃ
কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় এখনও সংক্রমিত হচ্ছেন ৫০-এর বেশি।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার আক্রান্ত হয়েছেন ৫১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬৪৭ জন। এবং করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের।
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৪৮ হাজার ৫৮ জনের। সুস্থ হয়ে উঠেছে ১৫ লাখ ২০ হাজার ৭০২ জন।এবং এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ৪৩৪ জনের।
বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮,৯২২ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৮১ জন। মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় ৭৯ জন এবং এখানে মৃত্যু হয়েছে ৩ জনের।