Categories
আশেপাশের খবর

হেমতাবাদে শিশুদের পুষ্টি বিষয়ক আলোচনা সভা ‘সিনি’ – র।

ওয়েবডেস্কঃ চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (CINI)-র উদ্যোগে হেমতাবাদ ব্লকের অঙ্গনওয়ারী কর্মিদের নিয়ে হেমতাবাদ আশা সংঘ সভাকক্ষে পুষ্টি বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবারের এই আলোচনা সভায় মূল আলোচক ছিলেন CINI কমিউনিটি Facilatator রীনা পাল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন 1st ANM ,2nd ANM, হেল্থ সুপারভাইজার সহ অন্যান্যরা। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ ব্যাপী সমস্ত মা-দের পুষ্টি সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ।

41

Leave a Reply