Categories
প্রথম পাতা রাজনীতি

অনুষ্ঠিত হল WBMSRU এর 15তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন।

ওয়েবডেস্কঃ রায়গঞ্জ সুপার মার্কেটে অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেসেন্টটিভ ইউনিয়নের 15তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন। কোভিড বিধি মেনেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রম সংস্কারের নামে শ্রম কোড বাতিল,ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের উপর জিএসটি বাতিল,নিত্য প্রয়োজনীয় জিনিস শ পেট্রোপণ্যের মূল্য কমান প্রভৃতি দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর উত্তর দিনাজপুর জেলাসম্পাদক স্বপন গুহ নিয়োগী,রঞ্জন দাস,দীপংকর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।

জানা গিয়েছে WBMSRU উত্তর দিনাজপুর জেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক হলেন জয় দত্ত রায় এবং সভাপতি ভাস্করন বিশ্বাস।

34

Leave a Reply