ওয়েবডেস্কঃ সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে চুক্তিভিত্তক কর্মী নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য উৎপাদন শিল্প এবং উদ্যান পালন বিভাগে । আবেদনের শেষ দিন ১৬ ই আগস্ট।
আবেদন করার জন্য ভারত সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে পিজিডিসিএ বা কমপিউটার সায়েন্স বিষয়ে স্নাতক বা বিসিএ বা ডিওইএসিসি এ লেভেলে তিন বছরের ডিগ্রি ছাড়াও ইন্টলেশন সফটওয়্যারে অ্যাপ্লিকেশন মেইনটেন্স এবং ডিবিএমএসের কাজ জানা আবশ্যিক৷
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbpih.gov.in এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করা যেতে পারে৷ এই আবেদনপত্রটি ফিলআপ করে সব নথি সহ একটি মুখবন্ধ খামে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে৷
জয়েন্ট সেক্রেটারি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিস অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বেনফিস টাওয়ার, ফোর্থ ফ্লোর, জিএন ব্লক, সেক্টর ফাইভ, সল্টলেক সিটি, কলকাতা-৭০০০৯১ ঠিকানায় গিয়ে সরাসরি ড্রপ বক্সে ফেলতে হবে৷ আবেদনপত্রের সঙ্গে সেলফ অ্যাটাসটেড করা ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্রের জন্য জন্মপত্রিকা বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে৷
১৮,০০০ টাকা করে পাবেন কর্মীরা৷ এছাড়াও বয়স হতে হবে ১.৮.২০২১ তারিখে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে । শূন্যপদ একটি।