Categories
রায়গঞ্জ

শল্য বিভাগে চিকিৎসাধীন তৃণমূল কর্মী বেড থেকে পড়ে যাওয়ায় বিক্ষোভ হাসপাতলে

ওয়েবডেস্কঃ মঙ্গলবার রাতে মৃত্যুঞ্জয় দে নামে এক তৃণমূল কর্মী বাড়ি ফেরার পথে পিস্তলের বাট দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতী। এরপর গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে স্বাস্থ্যকর্মীদের গাফিলতির জেরে শল্য বিভাগের বেড থেকে চিকিৎসাধীন অবস্থায় মেঝেতে পড়ে যান তিনি।

ঘটনায় রোগীর পরিবারের সদস্যরা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

রায়গঞ্জ মেডিকেল কলেজের আধিকারিক বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতি প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।‘

পরে রায়গঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

175

Leave a Reply Cancel reply