আভা সরকার মন্ডল
শোক-তাপ কোমল হয় তাঁর স্পর্শে
দৈনন্দিন প্রয়োজন হয় উদাস,
তমসাচ্ছন্ন আকাশে পবিত্র আলোর বিন্দু হয়ে
হারানো পথের দিশা দেখান তিনি ।
চির-সতেজ ভোর হয়ে
তিনিই প্রবল দুঃখের বিরতি ;
ডুবন্ত নৌকার হাল ধরা মাঝি ।
জীবন্ত ঈশ্বর হয়ে
জীবন-মরণের সীমারেখায়
নিঃশব্দ অথচ জাগ্রত তাঁর পদচারণা
ব্যথা উপশমে খুবই কার্যকরী —
তাঁর সৃষ্টি-সুধায় ডুবে থাকার পন্থা ।
তাতে নিমজ্জিত যারা,—- নিবেদিত প্রাণ —
তারাই জেনেছে ; তাঁর স্পর্শের রং কতটা গাঢ় !
বাইশে-শ্রাবণ এলে, তাঁকেই ছুঁতে চেয়ে তাই
চোখের জল টলটলে হয় আরো ।