Categories
খেলা

দীর্ঘ দিন পর ভারতীয় পুরুষ হকি টিমের অলিম্পিকে পদক জয়।

ওয়েবডেস্কঃ ৪০ বছর পর ভারতীয় পুরুষ হকি টিম অলিম্পিকে পদক জয় করলো। জার্মানির সাথে হাড্ডাহাড্ডি খেলায় ৪-৫ গোলে জয়ী হলো ভারতীয় হকি টিম। টোকিও অলিম্পিকে ভারতীয় হকি টিম ইতিহাস তৈরি করো। ব্রোঞ্জ পদক লাভ করলো ভারত। এই নিয়ে ভারতের পঞ্চম অলিম্পিক পদক। গোল রক্ষক সৃজেশ সম্পূর্ণ খেলায় অসংখ্য গোল রক্ষা করে। এবং শেষ মুহূর্তে প্যানাল্টি কর্নারে ২ সেকেন্ডের মাথায় গোল রক্ষা করে পদক নিশ্চিত করে জয় ছিনিয়ে আনে।।

137

Leave a Reply Cancel reply