Categories
crime

হেরোইনসহ গ্রেপ্তার ১

ওয়েবডেস্ক,আগস্ট,৩,২০২১:গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ফুলবাড়ির বানিয়াপাড়া ক্যানেল মোড় থেকে ৫১৮ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট।

মঙ্গলবার ফুলবাড়ির বানিয়াপাড়া ক্যানেল মোড়ে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ ডিটেকটিভ ডিপার্টমেন্ট। গ্রেফতার করা হয় অরবিন্দ বিশ্বাস নামের এক ব্যক্তিকে। জানা গিয়েছে সে অসমের বাসিন্দা। উদ্ধার হওয়া হেরোইন এর বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। অভিযুক্তের বিরুদ্ধে NDPS (নার্কোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট ) মোতাবেক মামলা দায়ের করেছে এনজেপি থানার পুলিশ। আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

92

Leave a Reply Cancel reply