ওয়েবডেস্কঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক প্রশাসন ও কুশমন্ডি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ২০ জন সাধারন মানুষকে উন্নত মানের কলার চারা তুলে দিলেন কুশমন্ডি ব্লকের বিডিও অমর জ্যোতি সরকার ও কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস। উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, পরেশ চন্দ্র সরকার সহ আরো অনেকেই। কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস জানান, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের হার্টিকালচার দপ্তরের মাধ্যমে ৩২৮৮ টি উন্নত মানের কলার চারা তারা পেয়েছিলেন। এদিন এলাকা সম্প্রসারণ প্রকল্পে টিস্যুকালচার কলা চারা ২০ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয়।