ওয়েবডেস্কঃ
আগস্ট মাসে রিজার্ভ ব্যাংকের হলিডে ক্যালেন্ডার অনুযায়ী, বিভিন্ন ছুটির কারণে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। জেনেনিন ছুটির দিন গুলো।মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে নিয়ম অনুযায়ী । ১৪ আগস্ট দ্বিতীয় এবং ২৮ আগস্ট চতুর্থ শনিবার। তাই ওই দু’দিন ব্যাংক বন্ধ। এছাড়াও রবিবার ব্যাংক কর্মীদের ছুটি। চলতি মাসের ১, ৮ এবং ১৫ তারিখ রবিবার। ১৩ আগস্ট প্যাট্রিয়টস্ ডে, ১৬ আগস্ট পারসি নববর্ষ, ১৯ আগস্ট মহরম, ২০ আগস্ট মহরম/ওনাম, ২১ আগস্ট থিরুভোনাম, ২৩ আগস্ট শ্রী নারায়ণগুরু জয়ন্তী এবং ৩০ আগস্ট জন্মাষ্টমী, ৩১ আগস্ট কৃষ্ণ অষ্টমী। ছুটির দিন গুলো মাথায় রেখে নিজের কাজ গুছিয়ে নিন।