Categories
করোনা

সোনা জয় হল না। টকিও অলিম্পিকে সেমিফাইনালে হার সিন্ধুর।

ওয়েবডেস্কঃ

টোকিও অলিম্পিকে এবারের মতো সোনা অধরাই রয়ে গেলো ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর।সেমিফাইনালে চাইনিজ তাইপেইয়ের তাই জু-ইংয়ের কাছে ২১-১৮, ২১-১২ ব্যবধানে ম্যাচ হারেন সিন্ধু। সোনা জয়ের স্বপ্ন অধরা থেকে গেলও এবার সিন্ধুকে ব্রোঞ্জের জন্য লড়তে হবে।যদিও এবছরের অলিম্পিকে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতীয় এই ব্যাডমিন্টন তারকা। আর সেকারণেই এবার সিন্ধুকে ঘিরে সোনার পদকের আশায় বুক বেঁধেছিল দেশবাসী। কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না। তবে এখন আশা খ ব্রোঞ্জ টা জয় করবে সিন্ধু।

169

Leave a Reply Cancel reply