Categories
কুলিক রোববার

কুলিক রোববার : কবিতা : দর্পণ

চিরঞ্জীব হালদার

প্রথাগত অবিবাহিত দর্পন।

যে শুধু নির্মিত ভালবাসার থেকে

অন্ধকার বের করে এনে

মর্গের ডোমকে গোলাপের ভবিতব্য জানাতে

সফল।

তাঁর মুঠোয় কয়েক শো বাবুইয়ের কিচির মিচির।

বাতিকগ্ৰস্ত দারোগার ভিতু ছায়াপথের হারিয়ে যাওয়া পুঁথির অস্পষ্ট আন্দোলিত পৃষ্ঠা।

মেঠো পথে যে বিছিয়ে দিতে পারে

গোটা শরৎ জুড়ে পারিজাতের

নিভৃত স্বপ্নের কোলাজ।

ভেঙে যাওয়া দর্পন থেকে জন্ম নেওয়া

অগনিত জন্মদিন আমাকে চিঠি লেখে।

যেখানে নিবেদন আর গ্ৰহিতার মধ্য বাজতে থাকে

বৃহস্পতিবারের বিকেল  ।

79

Leave a Reply Cancel reply