Categories
করোনা

রায়গঞ্জে করোনায় মৃত অধ্যাপিকার শেষকৃত্য সম্পন্ন করল রেড ভলেন্টিয়ার

ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে ১০ দিন রায়গঞ্জের জীবন রেখা নার্সিং হোমে ভর্তি ছিলেন অধ্যাপিকা জুহি দাস। দক্ষিন দিনাজপুর জেলার বাসিন্দা জুহি দাস গঙ্গারামপুরের একটি বিএড কলেজের অধ্যাপিকা ছিলেন। করোনা সাথে লড়াইটা জিতে গেলেও পরে শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়া বেঁচে থাকার লড়াইটা হেরে গেলেন তিনি। ৩২ বছর বয়সী জুহি দাস আজ না ফেরার দেশে চলে গেলেন। তার দেহ সৎকারের দায়িত্ব পালন করল রেড ভলান্টিয়ারের সদস্যরা। জীবনরেখা থেকে আনুমানিক ১২ টা নাগাদ ছাড়বে মৃত দেহ নিয়ে রায়গঞ্জ বন্দর শশ্মানে তার শেষ কৃত্য সম্পন্ন করেন রেড ভলেন্টিয়ারের সদস্যরা। জুহি দাসের শেষকৃত্যে উপস্থিত ছিল পরিবারের কয়েক জনের সাথে তাঁর কলিগরাও।

152

Leave a Reply