Categories
কুলিক রোববার

কুলিক রোববার : কবিতা : পাগলী তোকে দুঃখ দেখাই

অঞ্জন রক্ষিত

আজ সন্ধ্যে সাড়ে সাতটায়

আয় পাগলী তোকে দুঃখ দেখাই,

দুঃখ শত শত

আমি একটা আস্ত পৃথিবী 

দুঃখ চাঁদের মতো। 

বিষাদ বড় মায়াবী, 

ভেজা বালির বাসা

অনুরাগ তো আমারও ছিল

 বিকল্প জামায় ঠাসা,

পাগলী তুই হেরে যাবি 

হৃদয়ের কাছে এলে,

আমার ফটকে থাক নাহয়

কিছু  দাগ এলেবেলে।

আমার বোতাম ছিঁড়ে

দেখে যা পাগলী মিথ্যে জন্মদিন, 

বিছানায় জমানো নিরপেক্ষ নয়ছয়

আর রাতগুলো অন্তহীন।

36

Leave a Reply