Categories
Special occasion

বিশ্ব পরিবেশ দিবসে দুটি কবিতা

গৌতম মুখার্জী

প্রাকৃতিক

ভুল বুঝে চলে গেছে নদী অন্য পথ দিয়ে!
আমরা দাঁড়িয়ে জলের আভাসটুকু ছুঁয়ে…

নাকি আমাদেরই ভুল সেচে পৌঁছলো না জল তৃষ্ণায়, চাষে, খেতে-খালে, দুচোখের আলে!
ঝরনা তো আর শুধু প্রাকৃতিক নয়
তুমি কাঁদলেও নামে, হাসলেও হয়!

অরণ্যেরও ঋতুবন্ধ হয়, পাহাড়ও শুকিয়ে নেয় স্নান
নদীরও গলা বুজে আসে, আমরাই অজস্র শিভান।

কাঁধে নিয়ে আমাদেরই পাপ
পৃথিবী আজ ন্যুব্জ অ্যাটলাস!

প্রকৃতি নিরপেক্ষ তবু ঘৃণা ভুলে সাজে নতুন মলাটে
ফুরোবার আগে যেমন পথকে পৌঁছতে হয়
নতুন পথের সন্নিকটে!

আভা সরকার মন্ডল

বেনিয়মে

বেনিয়মে চলছে পৃথিবীটা
যখন-তখন গাছ কাটা হয় শুরু
বুজিয়ে পুকুর হাওর-বাওর সবই
দেখছে মানুষ মেঘ জমেছে পুরু ।।

আকাশ জুড়ে দূষণের বিষ ছাওয়া
নদীর জলও অশুদ্ধ আজ ভারী
মানুষের কু-কর্মগুলোর ফলে
বিপদের ঝড় আসছে আড়াআড়ি !

পশুপাখি, প্রকৃতির আজ মরণ
দেখছে মানুষ ভুল হয়েছে কত
শুধরে নিতে জোট বেঁধেছে যারা
গাছ লাগিয়ে ঢাকছে তারা ক্ষত !

তাদের হাতে হাত মিলিয়ে যদি
সব মানুষই উঠত আবার জেগে
টলটলে জল থাকতো নদী-নালায়
বিপদ গুলো যেতই দূরে ভেগে ।

63

Leave a Reply