Categories
জেলা প্রথম পাতা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় ইটাহারে মৃত্যু হল পাঁচ জনের

৬/৫/২০২১,ওয়েবডেস্কঃ ইটাহারের চাভোটে ৩৪ নং জাতীয় সড়কে  টোটোর সাথে লড়ির মুখোমুখি সংঘর্ষ। আর সেই ঘটনায় মৃত্যু হল শিশু সহ পাঁচ জনের। আশঙ্কা জনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৩ জন। জানা গেছে ইটাহারের একটি বিয়ের অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়াদাওয়া করে ফিরছিল ইটাহার থানার চাভোট গ্রামের পাঁচটি পরিবার।

একটি টোটোতে সাতজন যাত্রী এবং মোটরবাইকে শিশু ও সন্তানকে নিয়ে অধিক রাতে বাড়ি ফিরছিলেন চাভোট গ্রামের বাসিন্দারা। মালদার দিক থেকে আসা একটি লড়ি  টোটোকে মুখোমুখি ধাক্কা মারলে ঘটনাস্থলেই টোটো চালক, এক জন শিশু সহ চারজনের মৃত্যু হয়। মৃতরা হলেন স্বপন দাস টোটো চালক এছাড়া পিঙ্কি দাস, ইশান দাস,অনির্বান বসাক এবং পঞ্চমী দাস।

78

Leave a Reply