Categories
রাজ্য

করণা আক্রান্ত হয়ে প্রয়াত পুষ্পজিত রায়

ওয়েব ডেস্ক মে৬,২০২১: পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের অন্যতম পুরোধা অধ্যাপক পুষ্পজিৎ রায় কোভিড আক্রান্ত হয়ে মালদার দিশারী নার্সিং হোমে প্রয়াত হলেন। বয়স হয়েছিলো ৭৭ বছর।


মালদা জেলা হারালো এক সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা, শিশুদের কবিতা লেখক, সাহিত্যিক, গবেষককে।
অধ্যাপক, সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব পুস্পজিৎ রায়।
তিনি ছিলেন এক মিষ্টভাষী সদাহাস্যময় অনন্ত পান্ডিত্যের এক মূর্ত রূপ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মালদা তথা উত্তর দিনাজপুরের সাংস্কৃতিক মহল।তাঁর প্রয়াণে রায়গঞ্জ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন দিলীপ নারায়ণ ঘোষ, হরিনারায়ন রায়, অশোক ব্যানার্জি, বিশ্বনাথ সিংহ, তরণী মোহন বিশ্বাস, সুজিত গোস্বামী অরুপ ধর।

83

Leave a Reply