Categories
রায়গঞ্জ

প্রয়াত সমাজকর্মী:ছিলেন করোনা পজিটিভ

ওয়েব ডেস্ক মে ৫,২০২১: প্রায় দুই সপ্তাহ  লড়াই করে আজ জীবন যুদ্ধে হেরে গেলেন সমাজকর্মী ও রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় প্রাক্তন কর্মী বিদ্যুৎ কুমার ঘোষ। তিনি করণা পজিটিভ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর রেখে গেলেন এক পুত্র এক কন্যা ও স্ত্রীকে। তার কন্যা ও স্ত্রী ও করণা পজিটিভ। তাদের চিকিৎসা চলছে।

 রায়গঞ্জ সুদর্শনপুর বাসিন্দা বিদ্যুৎবাবু সদালাপী ও পরোপকারী বলেই এলাকায় পরিচিত। গত ২৩ শে এপ্রিল জ্বর এলে   ডাক্তারের পরামর্শে নার্সিংহোমে ভর্তি করানো হয়।  গত ২৯ শে এপ্রিল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল থেকেই তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন।

113

Leave a Reply