Categories
জেলা

মর্মান্তিক দুর্ঘটনায় প্রান গেলো একজনের

৩/৫/২০২১,ওয়েবডেস্কঃ

করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি 34 নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। জানা যায় মৃত ব্যক্তির নাম দিণু সিংহ, বাড়ি করণদিঘি ব্লকের পুঠিমারি গ্রামে। করণদিঘি থানা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায় এবং ঘাতক গাড়িটিকে থানায় নিয়ে যায়।পরিবার সূত্রে জানাযায় দিনু সিংহ প্রতিদিন সকাল সকাল কাজ করতে আসে টুঙ্গিদিঘিতে।

21

Leave a Reply