Categories
করোনা

আজ সারাদিনে করোনা ও অক্সিজেন সংক্রান্ত কিছু কথা

২১/৪/২০২১,ওয়েবডেস্কঃ বেড়ে চলা করোনা ও তার সাথে অক্সিজেন সংক্রান্ত আজকের কিছু কথা –

সকাল ১১.৫৫: ঘাটতি ছিলো অক্সিজেনের। তবে সাময়িক অবশেষে দিল্লির হাসপাতালে মিটল অক্সিজেন সমস্যা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যে হারে রোগীর সংখ্যা বাড়ছে, তাতে দ্রুত ফুরিয়ে যেতে পারে অক্সিজেন।

বেলা ১২.০০: করোনা রুগীর প্রধান ওষুধ অক্সিজেনের। অক্সিজেনের হাহাকারের মধ্যে মধ্যপ্রদেশের দামো জেলা হাসপাতাল থেকে চুরি গেল অক্সিজেনের সিলিন্ডার। ক্ষোভে কাজ বন্ধ করে দেন হাসপাতালের চিকিৎসা কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলে পরিষেবা স্বাভাবিক হয়। 

বেলা ১২.৫০: রায়পুরের হাসপাতালগুলিতে অক্সিজেনের সরবরাহ বাড়াতে এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।

বেলা ২.৩০: করোনা সংক্রমণ নিয়ে বাড়ছে আতঙ্ক। হরিয়ানায় অক্সিজেন ট্যাঙ্কার ছিনতাইয়ের অভিযোগ।   

বেলা ৩.০০: নাসিকে অক্সিজেন ভরতি ট্রাক দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। 

বেলা ৩.১০: নাসিকে অক্সিজেন লিকের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২।

63

Leave a Reply