Categories
করোনা

দেশে একদিনে করোনা সংক্রমণ ২ লক্ষ ৩৪ হাজার

১৭/৪/২০২১,ওয়েবডেস্কঃ

নিজের রেকর্ড নিজেই ভাঙছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। সুস্থতার হার অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। এখনও পর্যন্ত যা দেশে সর্বোচ্চ।

এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৬০৯। করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন মোট ১ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ২২০। ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬ লাখ ৭৯ হাজার ৭৪০। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৬৪৯।

দেশে মোট টিকাকরণ হয়েছে ১১ কোটি ৯৯ লক্ষ ৩৭ হাজার ৬৪১ জনের।

40

Leave a Reply