Categories
আশেপাশের খবর

চোপড়ায় বিধ্বংসী আগুনে ভস্মীভুত বেশ কয়েকটি বাড়ি!

ওয়েবডেস্ক: চোপড়া ব্লকের চোপড়া গ্রাম পঞ্চায়েতের তেলিভিটা এলাকায় বিধ্বংসী আগুন পুড়ে ছাই হলো ৫ টি ঘর। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রান্নাঘরের উনুন থেকেই আগুন লেগেছে বলে মনে করছেন স্হানীয়রা। এই ঘটনায় পরিবার গুলির বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর থেকে দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে পৌঁছায়। গ্রামবাসীরা নিজেরাই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরিস্থিতি কিছুটা সামাল দেয়। ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রতিনিধি তথা প্রাক্তন প্রধান মহম্মদ হানিফ । গ্রাম পঞ্চায়েত থেকে সব ধরনের সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি।

23

Leave a Reply