Categories
রাজনীতি

বিধানসভা ভোট ২০২১: ভোট প্রচারে তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি প্রার্থী

ওয়েব ডেস্ক মার্চ ২১,২০২১: রবিবাসরীয় প্রচারে শিলিগুড়ি বিধানসভার বিজেপির প্রার্থী শংকর ঘোষ সোজা ভোট ভিক্ষা চাইতে চলে গেলেন ডাব গ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকার সদ্য প্রাক্তন বিধায়ক তথা এবারেরও তৃণমূল কংগ্রেস প্রার্থী পর্যটন মন্ত্রী গৌতম দেব এর বাড়িতে। ভোট প্রচারে বড় চমক দিলেন শংকর।

গৌতম বাবুর বাড়িতে গিয়ে বেশ কিছুক্ষণ শংকর ঘোষ আলোচনা করেন শিলিগুড়ি শহরের নানান কাজকর্ম নিয়ে। পাশাপাশি গৌতম দেব এর সাথে চায়ের আড্ডায় বেশ কিছুক্ষন সময় কাটান। গৌতম বাবুর সাথে কথা বলে বেরোনোর সময় বাড়িতে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতাদের কেউ হাতজোড় করে প্রণাম করে আশীর্বাদ চান বিজেপি প্রার্থী শংকর ঘোষ।

100

Leave a Reply